Header Ads

কনসট্রাকশন সাইড

গঠনতন্ত্র


 ১ নং ধারাঃ- সংগঠনের নাম:

কনাস্ট্রাকশন ওর্য়াকস

Conostruction Works


২ নং ধারাঃ-ঠিকানাঃ সংগঠনের মূল অফিস নতিডাঙ্গা বাজার,পোষ্টঃ মুনসিগঞ্জ থানাঃ আলমডাঙ্গা জেলাঃ চুয়াডাঙ্গা। সংগঠনের প্রচারণা জন্য প্রতিটি ইউনিয়নে সাব অফিস গঠিত হবে। 


৩ নং ধারাঃ-কার্যএলাকাঃপ্রাথমিক পর্যায়ে চুয়াডাঙ্গা জেলার ৬ ইউনিয়ন যথাঃ

# বাড়াদী ইউনিয়ন

# চিৎলা ইউনিয়ন।

# মহেশপুর ইউনিয়ন।

#জেহালা ইউনিয়ন।

#নাগদাহ ইউনিয়ন।

#খাদেমপুর ইউনিয়ন।

ক্রমান্বয়ে চুয়াডাঙ্গার সব ইউনিয়নে সংগঠনের বার্তা পৌছে যাবে।


৪ নং ধারাঃ-অর্থ বছর ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত।


৫ নং ধারাঃ-লক্ষ ও উদ্দেশ্যেঃ সাংগঠনের মূল উদ্দেশ্যে  সমাজে রাজমিস্ত্রি খুবই অবহেলিত। মালিক পক্ষ বাড়ি নির্মানের জন্য একাধিক ঠিকাদারের কাছে যাবে এটাই বাস্তব। কিন্তু এক এক ঠিকাদার এক এক রেট বলে। যার রেট কম সেই কাজ পাবে। আর এই কম রেট সংক্রান্ত  বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে দাড়িয়েছে। তাই এককরেট করা জরুরী। এতে কোন হিংসা বিদ্বেষ থাকবে না মালিক পক্ষ যাকে কাজ দিবে সেও ঠকবে না।

 সংগঠনের  সদস্য বিপদে পড়লে যেমন হাত পা ভাংঙ্গা ইত্যাদি সংগঠন দেখবে । অসহায় লোকদের পাশে দাড়ানোই সংগঠনের মূল লক্ষ। 

৬ নং ধারাঃ-সদস্যের প্রকারভেদঃ 

১ সভাপতি ১ জন

২ সহ সভাপতি ২জন

৩  সাধারণ সম্পাদক ১ জন

৪  সহ সাধারণ সম্পাদক ১জন

৫ সাংগঠনিক সম্পাদক ১ জন

৬ সহ সাম্পাদক ১ জন

৭ প্রচার সাম্পাদক ১ জন

৮ কোষাধ্যক্ষ ১ জন

৯  দপ্তর সাম্পাদক ১ জন

১০ 


৭ নং ধারাঃ-সদস্য বাতিল বিধানঃ 

সাংগঠনের বিধি বিধান অমান্য করলে 

# দেশদ্রোহী কোন কাজে লিপ্ত থাকলে

# মালিক পক্ষের অভিযোগ প্রমানিত হলে , নারীবাজি বা নেশাগ্রস্ত  থাকলে 

সংগঠনের সভাপতি,সম্পাদক ও সদস্য বৃন্দ সদস্যপদ বাতিল করতে পারবে। 

৮ নং ধারাঃ-সদস্য পূনঃবহাল বিধানঃ

৯ নং ধারাঃ-সাধারন সদস্যের অধিকারঃ

১০ নং ধারাঃ-নির্বাচন বিধিঃ

১১ নং ধারাঃ-কার্যকরি পরিষদের কার্যাবলীঃ

১২ নং ধারাঃ-উপকমিটি গঠনঃ

১৩ নং ধারাঃ-সদস্য ফি,চাদাঃ

১৪ নং ধারাঃ-কর্মকর্তা নিয়োগ বিধিঃ

১৫ নং ধারাঃ-সভা আহবানঃ

১৬ নং ধারাঃ-আয় ব্যয়ঃ

১৭ নং ধারাঃ-হিসাব নিকাশঃ

১৮ নং ধারাঃ-সংশোধন বিধানঃ

১৯ নং ধারাঃ-প্রতিনিধিত্ব বিধানঃ

২০ নং ধারাঃ-সদস্য প্রদত্ত চাদা ফেরতঃ

২১ নং ধারাঃ-সীমাবদ্ধতাঃ

২২ নং ধারাঃ-বিলুপ্তিঃ

২৩ নং ধারাঃ-

২৪ নং ধারাঃ-

২৫ নং ধারাঃ-

২৬ নং ধারাঃ-

২৭ নং ধারাঃ-

২৮ নং ধারাঃ- 

২৯ নং ধারাঃ-

৩০ নং ধারাঃ-

No comments

Powered by Blogger.